কোমল হাওয়া
-জিহাদ আমিন
তোমার জন্য অন্যকিছু তেমন একটা ভাবা হয়না
তুমি এসে পড়ো বিনা অনুমতিতেই আমার ভাবনার সামনে,
অনেক দিন ধরে ভাবছি তোমাকে কিছু বলবো
তার পরেও শেষে আর বলা হয়ে ওঠে না,
কেন জানিনা তোমাকে দেখলেই আমি ভুলে যাই
আমি যেন আমার আমিকে নতুন করে খুঁজে পাই।
সকালে কোমল হাওয়ার মাঝেই হয় শত কথার আসা যাওয়া
তোমায় ছুঁয়ে দেখতে চাই পারিনা,
তুমি যদি হাসতে মনে আমার ভাবনার ছায়া পড়তো
তোমায় আরো বেশি বেশি করে দেখতে।
অনুভবে কি মায়া আছে বলতে পারো
মায়ায় কেন এত আপন করে নেয়
কোন কিছুই সে বুঝতে চায় না,
খোঁজে প্রেম সাধনার অমিয় বাঁধন
মায়ায় কেন এতটা করে নেয় আপন?
শুনো তুমি যদি আবার ফিরে আসো
আমায় তাকিয়ে দেখ হাসো
আমি আর কোনদিনও অভিমান করবোনা।
তোমায় গোলাপি জামায় বেশ ভালো লাগে
যেন একটি ফুল,অবশ্য তুমি ফুলের চেয়েও বেশি সুন্দর
ভাবছো আবার গোলাপি জামা পেলে কোথায়
কেন বা..রে আমার মনের ভাবনায়
তোমাকে নিয়ে কি আমি ভাবতে পারিনা বলো?
আজ না হয় এখানেই থাক
ফিরে আসলে অন্য একদিন কথা হবে।।