আবার হবে গো দেখা

হয়তো আবার দেখা হবে কয়েকটা দিন পরে
গ্রীষ্মের ঐ তপ্ত রোদের নৃত্য মাথায় করে,
ঘামে নেয়ে পিকেশ কালো চেহারায়
অথবা শুষ্ক ধুলোর চাদর জড়িয়ে গায় ।
হয়তো হবে নিকশ কালো বাদলা জলের দিনে
সারা গায়ে কাদা মেখে মেঘের জলে ভিজে,
বৈশাখেরই ঝড়ো জলের সিক্ত আবহাওয়ায়
মুখোমুখি হবো নাহয় আবছা আলো ছায়ায়।
শরৎকালে নদীর পাড়ে কাশের বাগান হলে
নীলাম্বরে শুভ্র ছোটার মুহুর্তটাও চলে।
হয়তো তখন শিশির রবে পাকা ধানের মাঠে
মায়ের হাতে রান্না হবে হরেক রকম পিঠে।
হতে পারে হাড় কাঁপানো শীতের সময়টাতে
পশমী গায়ে, অগ্নিতাপে, দিনে কিংবা রাতে।
নয়তো, প্রকৃতি যখন হবে বসন্ত রঙে রাঙা
পুরো দেশটা যাবে আলপনাতে ছেয়ে, আর
রঙ বেরঙের ফুল পাখিতে ভরবে গাছের শাখা
তোমার সাথে সেদিনটাতে আবার হবেগো দেখা।

0.00 avg. rating (0% score) - 0 votes