সঙ্গী
-জিহাদ আমিন
শেষ রাতে চাঁদের এককীত্ব জীবনের সঙ্গী হয়েছিল একটি তাঁরা
একে অপরকে নিবিড় ভাবে দিচ্ছে পাহারা,
পৃথিবী নামক এই গ্রহ থেকে
কিছুক্ষণ পর হয়তো দু’জনই যাবে হারিয়ে
রেখে গেছেন বিদায়ে দু’জনার ভালোবাসার স্মৃতি এঁকে,
ভালোবাসা ছড়িয়ে পড়েছে পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহে নক্ষত্রে
বেঁচে থাকুক পবিত্র বন্ধনে জড়িয়ে একে অপরের হয়ে
ভালোবাসার এই বন্ধন থাকুক অটুট,যেন না যায় ক্ষয়ে।।