আরেকটি জীবন
-জিহাদ আমিন
কখনো কি ভেবে দেখেছো মৃত্যুর পরের জীবন পরকাল
আরেকটি জীবন নতুন ভুবন যাহার শেষ হবেনা সময়কাল,
কে হবেন সেথায় কার প্রিয় আপনজনা
কে করিবেন আল্লাহর এমন রহমতের হিসেব গননা
তিনি বিনে অন্য কারোই নেই তা জানা
যেমন জীবন চাইবে করিবে উপভোগ কে তখন করিবেন মানা।
আমি পড়ে রয়েছি এখনো জীবন লয়ে একালে
যাহার শেষ হতে লাগিবেনা এমন কোন সময়
সমাপ্তি ঘটে যেতে পারে নিমিষেই এক বিকেলে,
সকল সুখ স্বপ্ন এই জগতের সবই যেন মিথ্যে
আমি হতে চাই বরাবরের মতোই রাজা,অন্যরা সব প্রজা
মাবুদ মাওলার এই বিশাল একক রাজত্বে।
করিতে চাই ভোগ এই জগতের সকল সুখ
ক্ষণিকের মিথ্যা মোহ মায়ায় পড়ে অন্তরে বাঁধিয়াছি রোগ,
যাহা কিছু পাই আরো আরো চাই শেষ হয়না লোভ
মরণের পর কে করিবেন এত কিছু ভোগ।
কি করিয়া দিবো সকল কিছুর হিসাব
কে দিবেন সেদিন আমার পক্ষের হয়ে জবাব,
পরিবর্তন করার চেষ্টা কি করেছি কখনো নিজের স্বভাব
ক্ষণিকের এই জীবনের কেন এত প্রয়োজন কত আয়োজন এত অভাব।
শুধু একটু ভাবনা সকল কিছুর উর্ধ্বে একটু ধৈর্য
না হোক এই ধরণীর উপর মিছামিছি কোন কর্জ,
উপভোগ করিতে জীবন অনন্ত সুখের পরকাল
যাহার থাকিবেনা বেঁধে দেওয়া নিয়মনীতি কোন সময়কাল।।