ভয় পেরিয়ে জয়
-জিহাদ আমিন
ভয় যদি নিজেকে আঁকড়ে ধরে
জয় কি আসবে কোনদিনও এই জীবনে
এর নাম রইবে ইতিহাসের পাতায় লিখা কোন একদিন মরণে,
হবে না কেউ চলার পথের হয়ে সাথী
ভুলেও যেতে পারে হয়তো চিরতরে এই পৃথিবী
স্রষ্টার সকল সৃষ্টি সেইদিন তোমার পক্ষের হয়ে রইবে সাক্ষী।
সমুদ্রের প্রবল স্রোতে পড়তে পারে ভাটা
এই পথে চলতে গিয়ে পদে পদে পায়ে বিঁধতে পারে কাঁটা,
কে দেখে গো আড়ালে দু’চোখের কোনে বয়ে চলা জলের স্রোত
না জানি জীবন বেঁচে রয়েছে বুকে নিয়ে কতখানি ক্রোধ
তবুও জাগেনি মনে এমন ইচ্ছা রইবে সেই প্রতিক্ষায়
নিবে বলে অতীতের সকল ভুলের প্রাপ্য প্রতিশোধ।
আমি স্বপ্ন দেখি সবুজে শ্যামলে ভরা এই বাংলা
খুলে দেখবো দু’টি আঁখি অপরূপ রুপের প্রকৃতি মনের সকল জানালা,
হাত দু’টি বাড়িয়ে ভালোবাসার মায়ায় কাছে টেনে
কত স্বপ্ন আশা বাসা বেধেছিলো এই হৃদয়ের গহীনে
উড়াবো বলে মনের ঘুড়ি বিশাল মুক্ত ওই গগনে।
রাত শেষ হয়ে আসে দিন,দিনের পর পেরিয়ে যায় মাস বছর
এই ধরণীর তরে এক সৃষ্টিকর্তা বিনে সকল কিছুই নশ্বর,
প্রতিদিন প্রতিক্ষণ প্রতিনিয়ত বেড়েই চলছেই অহংকার
ভুলে রয়েছি কোথায় ছিলাম আমি কি ছিল আমার
পাওয়া না পাওয়ার লোভে ক্ষোভে চলছে ভীষণ হাহাকার।
কে শুনবে কান পেতে অন্য হৃদয়ের আত্ম চিৎকার
সকল হৃদয়ে বেঁধেছে ভয় নিজেকে হারাবার,
এই সময় ব্যর্থ হয়ে নিজেকে চিরতরে হারিয়ে ফেলার নয়
সকল ভয় ধৈর্য্যের সাথে হিম্মত নিয়ে করিতে হবে জয়
যেই জীবন বাঁচে নিজের সাথে করে যুদ্ধ,নেই তার কোন ভয়।।