ভাবনারা আমার

ভাবনারা আমার
-জিহাদ আমিন

আমি কেন এমন আজব ভাবনাগুলো ভাবি
আমার কেন হবে এমন আজব আজগুবি সব দাবি
মাটির এই দেহখানা ফিরে আবার হবেইতো মাটি,
খুঁজিয়া ফিরি আমি আমার সুখের সকল চাবিকাঠি
সাজিয়ে তুলতে জীবন আমার করিয়া পরিপাটি।

আমি হেঁটে চলি নিরবে একেলা একা পথ
মনে পড়ে নিজ হতে নেওয়া নিজের সকল শপথ
দূর করিবো সামনে থেকেই আসুক যতোই বিপদ,
ভেবে দেখি ভাবনারা আমার হয় সবই যেন মিছে
বিপদ আমার তাই ঘুরে বেড়ায় সারাক্ষণ পিছে পিছে।

আবার ভাবি নতুন করে গড়ে তুলবো এই পৃথিবী
ভালো কাজে ওরা সবাই হবে আমার সাথী
অন্যায় দেখিলে সকলি মিলে এক সাথে হবো প্রতিবাদী,
পাখির ডাকে সকাল হবে সূর্য মামা উঁকি দিবে
নতুন নতুন স্বপ্নগুলো ভাবনার সাথে যাবো এঁকে।

ঔ দেখা যায় আমার স্বপ্ন পাড়ায় খেলার মাঠ
মাঠের পাশেই প্রিয় ইস্কুল মাস্টার মশাই শেখান বিদ্যাপাঠ
মসজিদ হতে এলো আজানের ধ্বনি সকলি মোরা করবো ইবাদত,
পড়ার সময় পড়া খেলার সময় খেলা কেটে যায় সময় বেলা
এই জীবন সাজাতে হবে সুন্দর ভাবে;করা যাবেনা অবহেলা।।

0.00 avg. rating (0% score) - 0 votes