সুপথ – হাকিকুর রহমান
ভজনালয়, উপাসনালয়
মসজিদ, মন্দির, প্যাগোডা
যেখানেই যাও
স্রষ্টার অস্তিত্ব ছাড়া
আর কি কিছুর দেখা পাও?
তিনি আছেন সমস্ত সৃষ্টিকে ঘিরে
তিনি আছেন প্রতিটি প্রানের গভীরে।
এই বিশ্ব-ব্রম্মান্ডের প্রতিটি
গ্রহ-নক্ষত্র চলে তাঁর ইশারায়
অবিনশ্বর তিনি
আমাদের জীবন-মরন বাঁধা রয়েছে
তারই করুণায়।
আমরা যেন তাঁর করুণার কথা
সকল সময়ে
হৃদয়ে ধারন করি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
সকল সময়ে
স্রষ্টার দেয়া পথ ধরি।