রাজ্যশাসন

রাজ্যশাসন
হাকিকুর রহমান

উদাসী রাজা বসে শুধু ভাবে
এমন দিন কি হবে
এই রাজ্যে কেউ যেনো আর
অনাহারে না রবে।

উজীরকে ডাকে, নাজীরকে ডাকে
ডাকে সভাসদগণ
তৈরী করতে হবে এক মহাপরিকল্পনা
যাতে করে খেতে পায় রাজ্যের জনগণ।

রাজ্যের ভান্ডারকে আরও
সমৃদ্ধশালী করতে হবে
যাতে করে কেউ সামনের দিনে
না থাকে অভাবে।

যেখানেই দেখবে বন্যা, খরা, দুর্ভিক্ষ
সেখানেই বাড়িয়ে দাও হাত
যাতে করে কেউ না অনাহারে থাকে
না কাটায় বিনিদ্র রাত।

অন্ন, বস্ত্র, বাসস্থান
এই তিনটিই মূল
সাথে দিতে পারলে বিদ্যাশিক্ষা
দেশ থেকে অভাব হবে নির্মুল।

এভাবেই রাজা করে তার রাজ্যশাসন
রাজ্যে তার করে নাকো কেউ আর ক্রন্দন।

0.00 avg. rating (0% score) - 0 votes