পরিবেশ

পরিবেশ
হাকিকুর রহমান

জৈষ্ঠ মাসের উত্তাপে
সারা শরীর ঘামে
একটু পাওয়া প্রশান্তি
যখন বৃষ্টি নামে।

চলছে পৃথিবী জুড়ে
পরিবেশ বদলের পালা
তৃতীয় বিশ্বের দেশগুলোতে
বাড়ায় বেশী জ্বালা।

সময় মতো সবাই মিলে
নিতে হবে উদ্দ্যোগ
পরিবেশ ভারসাম্য হলে
কমে যাবে দুর্যোগ।

0.00 avg. rating (0% score) - 0 votes