অনুভূতি – সুবোধ কুমার শীট

প্রেমের অনুভূতির আবেগী ছোঁয়াটা ছিল আমার বড্ড অজানা

যেন পরিচিত রজনীর ভেসে আসা শীতল শীতল মরুভূমির মিষ্টি গন্ধ।

আজ অনুভূতিগুলো অতি দুষ্টু অতি ছোঁয়াচে তোমার লাজুক উষ্ণতায়, 

তোমার স্পর্শে, তোমার শিহরিত উষ্ণ প্রেমের বন্ধনে আমার আমি আছে বন্ধ।

তোমার রেশমী কোমল কচি হাতের স্পর্শটা শ্বাশত প্রফুল্লময়।

যেন হাজার হাজার স্নায়ুর উত্তেজনা একই সাথে সন্ধি করে হৃদয়দ্বয়।

বলো না, তোমারও কি হাতে হাত রাখলে এমনটা হয়?

হৃদয়ের শব্দ বুঝি তোমারও একলামনে কথা কয়?

0.00 avg. rating (0% score) - 0 votes