ভরা পদ্মা

ভরা পদ্মা
হাকিকুর রহমান

ভরা পদ্মায় উথাল পাথাল ঢেউ
কুলে আজ আর নেই তাই কেউ।

আমার ছোট্ট নায়ে দিতে হবে পাড়ি
বেলা শেষ হয়ে গেলো যেতে হবে বাড়ি।

এপার ওপার করা এটাই তো কাজ
আকাশটা কেমনে করে আছে সাজ।

সুর্য ডোবার আগে পার হতে হবে
কষে ধরে হালটি নাও যাবে তবে।

এভাবেই জীবনকে করে দিনু পার
কালকের স্বপ্নই দেখি তাই বার বার।

0.00 avg. rating (0% score) - 0 votes