পথিক

পথিক
হাকিকুর রহমান

নিরুপায় দেখে
সবকিছু রেখে
বাহির হইনু পথে
সময়ের রেশে
অসময়ে মেশে
কিইবা কইনু বটে।

বলে গেল যার
যা যা বলিবার
বাঁধা পড়ে আর
পথো চলিবার
কখন কি জানি ঘটে।

সমুখ দেখিয়া পথিক
পা বাড়াও সঠিক
পাইলেও পাইতে পারো
দেখা তটিনীর তটে।

0.00 avg. rating (0% score) - 0 votes