ধরিত্রী

ধরিত্রী
হাকিকুর রহমান

থমকে যাওয়া বাতাসটাকে প্রশ্ন করি-
থামলে কেন হে বৎসে?
আগের মতো আর উত্তাল হতে পারিনা
দুষণ হয়ে যাচ্ছে উৎসে।

ন্যুজ্ব হওয়া গাছটাকে প্রশ্ন করি-
তোমার এ অবস্থা কি করে হলো?
কাতর হয়ে সে উত্তর দেয়,
বড় কষ্টে আছি শেকড়ে পানির অভাবে
এভাবেই প্রাণ ওষ্ঠাগত হয়ে গেলো।

ক্ষীণভাবে বওয়া ঝরনাকে প্রশ্ন করি-
আগের মতো কেনো ঝরোনা?
পরিবেশ ভারসম্যহীনতায় বড় কষ্টে আছি
কেউ করছেনা কোন করুণা।

ধীরে বয়ে যাওয়া নদীটাকে প্রশ্ন করি-
কোথায় তোমার প্রমত্তা ঢেউ?
নাব্যতার অভাবে যাচ্ছি শুকিয়ে দিন দিন
এটা দেখার নেইতো কেউ।

ঝিমিয়ে বসে থাকা পাখিটাকে প্রশ্ন করি-
তুমি কেনো এতো বিষন্ন?
খাল-বিল সব ভরাট হয়ে গেছে
পাইনা ঠিক মতো ক্ষুধার অন্ন।

পাটে যাওয়া গোধুলীকে প্রশ্ন করি-
আগের মতো সোনা রং নেই কেনো?
ধূসর হয়ে যাচ্ছে পৃথিবীর পিঠ
সীমানায় ডুবে প্রশান্তি পাইনা যেনো।

আধো জেগে থাকা জনতাকে প্রশ্ন করি-
এ ভাবেই কি চলবে পৃথিবী?
সারা বিশ্বে পরিবেশ রক্ষার জন্যে
সকলে মিলে তুলি এক দাবি।

0.00 avg. rating (0% score) - 0 votes