স্বাধীনতা

স্বাধীনতা
হাকিকুর রহমান

স্বাধীনতা
তুমি আমাদের বর্নমালা
তুমি ছোট্ট শিশুর প্রথম কথা বলা।

স্বাধীনতা
তুমি পূর্নিমার রাতের প্রথম প্রহর
তুমি মেঘহীন আকাশের তারার বহর।

স্বাধীনতা
তুমি দেখাও মোদের আলোর দিশা
তুমি আলো জাগাও আর কেটে যাক সকল নিশা।

স্বাধীনতা
তুমি মায়ের চোখের অশ্রুবিন্দু
তুমি সাহস দাও যাতে পার করে দিতে পারি সপ্তসিন্ধু।

স্বাধীনতা
তুমি আমাদের আশার আলো
তুমি প্রানে প্রানে আজ জ্বালাও প্রদীপ
যাতে বাসতে পারি দেশকে ভালো।

0.00 avg. rating (0% score) - 0 votes