আমাকে
তোমার সত্যি ভালবাসতেই হবে কোন একদিন,
তোমাকে
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবে আমার ভালবাসার ঋণ ।
তোমাকে
আমি বলছি মনে রেখ যতদিন এই পৃথিবী রবে,
আমার
ভালবাসা দিন দিন চির সুন্দর এবং পবিত্র হবে ।
তোমার
সবকিছুই জানিনা কেন আমার এত ভাললাগে,
তোমাকে
আরো বেশী ভাললাগার সাধ মনে প্রাণে জাগে ।
আমাকে
যদি তুমি সত্যি কভু কোনদিন ভুলে যেতে চাও,
তোমাকে
তবু কখনো অভিশাপ দেব না যাতে কষ্ট পাও ।
গ্রীষ্মকাল৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ
১৪ই জুন, সোমবার ২০২১ইং
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।