সামনের পথ
হাকিকুর রহমান
অন্ধকারে আর নয়
আঁখি খোলো
বসে থাকা আর নয়
আলোর পথে চলো।
এপথ সহজ নয়
তবুও চলার শেষ যেনো না হয়।
দৃঢ় পায়ে পথ পেরিয়ে
যেতে হবে সামনে
চারিদিকে বাঁধা তবু
পেরুতে হবে তেমনে।
এমনি করেই দিতে হবে পাড়ি
সব পথ হতে হবে পার
তবেই দেখা যাবে আগামী দিনে
সব সম্ভাবনার দ্বার।