মধ্যরাত

মধ্যরাত
হাকিকুর রহমান

নীরব, নিঃস্তব্ধ, নিঝুম
মধ্যরাতের লগন
কোথাও কোন সাড়া নেই
শুধু তারায় ভরা গগন।

দুরে কোথাও মাঠে
শিয়ালেরা ডেকে উঠে
হঠাৎ হাওয়ার দোলায়
জোনাকির আলো ছুটে।

পাখীরা সব নীড়ে ঘুমিয়ে
এলোমেলো পাখনায়
স্বপ্নগুলো আনাগোনা করে
হৃদয়ের আঙিনায়।

0.00 avg. rating (0% score) - 0 votes