আসুক চলে নদীর জলে বয়সের লেপন লেপে,
সারা জীবন এমনই তুমি হাতটা ধরো চেপে।
আসুক বাধা ছন্দে ধাঁধা আসুক রজনী ঝেঁপে,
প্রেমর শিখা নয়তো ফিকা, যে একটু যাবে কেঁপে।
ওগো, এমনই তুমি হাতটা ধরো চেপে।
রচনাকাল –
নিজ বাসভবন
২৫/০২/২০২১
আসুক চলে নদীর জলে বয়সের লেপন লেপে,
সারা জীবন এমনই তুমি হাতটা ধরো চেপে।
আসুক বাধা ছন্দে ধাঁধা আসুক রজনী ঝেঁপে,
প্রেমর শিখা নয়তো ফিকা, যে একটু যাবে কেঁপে।
ওগো, এমনই তুমি হাতটা ধরো চেপে।
রচনাকাল –
নিজ বাসভবন
২৫/০২/২০২১