নবান্নের ধান
হাকিকুর রহমান
ঘাটে বাঁধা আছে তরী
সোনার ধানে গেছে ভরি
নবান্নের ধান আসছে ঘরে
খুশীতে প্রাণ উঠবে ভরে।
কৃষকের ঘর ভরা সুখ
হাসিতে তার ভরে বুক
এমনি যেনো থাকে মন
খুশীতে কাটুক সারা জীবন।
নবান্নের ধান
হাকিকুর রহমান
ঘাটে বাঁধা আছে তরী
সোনার ধানে গেছে ভরি
নবান্নের ধান আসছে ঘরে
খুশীতে প্রাণ উঠবে ভরে।
কৃষকের ঘর ভরা সুখ
হাসিতে তার ভরে বুক
এমনি যেনো থাকে মন
খুশীতে কাটুক সারা জীবন।