বীর সেনাপতি

বীর সেনাপতি
-জিহাদ আমিন

সকল ক্লান্তি পেরিয়ে যদি আবার শান্তি খুঁজে পেতাম
প্রয়োজনে আমি সামনের কাতারের সৈনিক হতাম,
বিজয়ের পতাকা হাতে তুলে
এই জীবনও পৃথিবীর সকল মায়া ভুলে
আল্লাহু আকবার ধ্বনিতে বিশ্ব জগত মুখরিত করিতাম।

এই জীবনের খুশি মিলে আমার মুক্তিতে
এ দেহে দাউ দাউ জ্বলছে অবিরত
প্রতিশোধের আগুন ঈমানী শক্তিতে,
আমার সহ-যোদ্ধাদের তাজা রক্ত ঝরছে জমিনে
বলো আর কত সময় লাগবে আমাদের এক হতে?

আমাকেই নিতে হবে এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব
মনে রেখো অন্যায় অত্যাচার জুলুমের বেশি দিন হয়নাতো স্থায়িত্ব,
হয়’তো এইবার হবেই সত্যের মুক্তি
নয়’তো কবুল করে নিলাম শাহাদাতের মৃত্যু।

কে পারিবে করিতে আমার কোন ক্ষতি
কে করিবে রোধ আমার এই পথের গতি?
আমি বীর যোদ্ধা বীর সেনাপতি
এক আল্লাহ মালিক এই বিশ্ব জাহানের অধিপতি।

সকল ক্লান্তি পেরিয়ে আবার শান্তি আসবে
এই পৃথিবী প্রতিটি বিন্দু হতে কণিকা আবারো হাসবে,
জয় হবে সেদিন আমাদেরি এটাই চিরসত্য
আমাকেই নিতে হবে এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব।।

0.00 avg. rating (0% score) - 0 votes