প্রত্যাশা

প্রত্যাশা
হাকিকুর রহমান

এমন দিন দেখবো
এটা কল্পনাতীত ছিলো
যাদের রেখেছিলাম হৃদয়ের মাঝে
আজ তারাই
বুকে ছুরি মেরে দিলো।

আপন পর বলে তাহলে
পৃথিবীতে থাকেনা কিছুই আর
ভাল মন্দ মিশে
সব কিছু হয়ে যায় একাকার।

কাকে দোষিবো এটা কি তবে
ভাগ্যের লিখন
এভাবেই কি কাটবে তাহলে
বাকীটা জীবন।

0.00 avg. rating (0% score) - 0 votes