পথচলা

পথচলা
হাকিকুর রহমান

আজকে আবার সেই পথেই
চলা শুরু হলো
যেই সীমানায় যাইনা কেন
পায়ে বাধে ধুলো।

কোন ঠিকানায় যেতে হবে
জানা হলো না
কোন আঙ্গনে থামতে হবে
শোনা হলো না।

এমনি করেই চলা যদি
অজানা হয়ে থাকে
কোনদিনই থামবে না পথ
অচিন গাঁয়ের বাঁকে।

0.00 avg. rating (0% score) - 0 votes