পরাজিত বাংলাদেশ

পরাজিত বাংলাদেশ
-জিহাদ আমিন

বিচার চাহিয়া কেউ লজ্জা দিবেন না
আমি এক পরাজিত বাংলাদেশ,
জুলুম অন্যায় অত্যাচার অবিচারে
তিল তিল করে আমার দেহ প্রাণ সবই করেছে শেষ।

ওরা বানায় নিজেদের সুযোগ সুবিধা মত সরকার
যখন যে হবে হাতের পুতুল তারেই’তো দরকার,
একে অপরের সাথে মিলে মিশে একাকার
আমার বুকের উপরেই হয় প্রতিনিয়ত অন্যায় অত্যাচার।

কান পেতে শুনতে পাই আমি
নিরিহ অসহায় জন-মানুষের আর্তনাদ চিৎকার,
দেখি দু’চোখ মেলে চারিদিকে তাকিয়ে
প্রতিটি মজলুম প্রাণ জানায় আমায় ধিক্কার।

অর্থ ও স্বার্থের কাছে হয়েছে বিক্রিত
নেতা কর্মী ধর্ম কর্ম এই দেশের আইন আদালত
নিজেরাই নিজেদের কর্মের সাথে করছে খেয়ানত,
কি করিয়া বিশ্বাস করিবো রাখিবো নিজের মূল্যবান সম্পদ আমানত
এমন কাজ কর্মে প্রতিফলিত হয় এই যেন কেয়ামতের আলামত।

বিচার চাহিয়া কেউ লজ্জা দিবেন না
আমি এক পরাজিত বাংলাদেশ,
এখানে কখনো হয়না ভালো কোন কাজে দশের ঐক্য
সবার মাঝে শুধুই থাকে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ।

এই যেন বিশেষ কোন প্রতিযোগিতা
একে অপরে বিপদে এগিয়ে না এসে ক্ষতি করতে পারলেই বেশ,
এভাবেই এক এক করে সকলি ওরা হয়েছে শেষ
আমি এক ব্যর্থ পরাজিত বাংলাদেশ।।

0.00 avg. rating (0% score) - 0 votes