ইশারা
হাকিকুর রহমান
কোন সে আলোর ইশারায়
কে যেন তাই
ডাকে আমায়
আয় চলে আয়।।
অন্ধকারে পাখীরা সব দলে দলে
যায় উড়ে যায় আলোর দিকে ডানা মেলে
লক্ষ আশা বুকে নিয়ে
কে যেনো তাই
ডাকে আমায়
আয় চলে আয়।।
মধ্যরাতে আলোর দিশা খুঁজে ফিরি
মাঝ নদীতে পাল বিহীন ভাসা তরী
এমনি করে দিন চলে যায় আশায় আশায়
পাওয়ার নেশা জাগিয়ে দিয়ে
কে যেনো তাই
ডাকে আমায়
আয় চলে আয়।।