নাবলা কথা

নাবলা কথা
হাকিকুর রহমান

কি কথা বলার ছিল, বলা হলো না
কি পথে চলার ছিল, চলা হলো না
কি গান শোনার ছিল, শোনা হলো না
কি প্রাণে জাগার ছিল, জাগা হলো না।

এভাবেই এলোমেলো, দিনগুলো চলে গেলো
যেতে যেতে কানে কানে, কিযে কথা বলে গেলো
ভাবি তাই সারাক্ষণ, ভেবে হই আনমন।

কি যেনো দেখার ছিল, দেখা হলো না
কি যেনো শেখার ছিল, শেখা হলো না
কি যেনো বোঝার ছিল, বোঝা হলো না
কি যেনো খোঁজার ছিল, খোঁজা হলো না।

0.00 avg. rating (0% score) - 0 votes