সত্যের আলো

সত্যের আলো
-জিহাদ আমিন

কি মধুর বাণী আযানের ধ্বনি
আল্লাহু আকবার বলিয়া ডাকে মুয়াজ্জিন,
সত্যের আলো ছড়িয়ে দিতে
ন্যায়ের শাসন কায়েম করতে
যে জন জীবন বাজি রাখে সেই’তো মুমিন।

হও যদি তুমি সঠিক সত্যবাদী
দুনিয়ার সব সুখকে পায়ে মারো লাথি,
আল্লাহর দেওয়া ওয়াদা যে চির সত্যি
ধৈর্য্য ধরো জান্নাত নিজেই এসে তোমায় করিবে ভক্তি,

যেই পাপ কাজে খু্ঁজে পাও তুমি
এই দুনিয়ার মাঝে ক্ষণিকের সুখ,
নিশ্চয়ই তাহার বিপরীতে ভোগ করতে হবে তোমায়
পরকালে জাহান্নামের কঠিন শাস্তি।

আঁধার আলোর পার্থক্য কি মোরা বুঝিনা
চোখ থাকিতে ও অন্ধ কেন?
ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে
কেন এত দ্বিধাবোধ
মরণের ভয় কেন মোরা করিনা।

যেই সত্যের পথ দেখিয়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ
সেই পথের মানচিত্র কোরআন হাদিস
কেন নিজেদের হৃদয়ে মোরা রাখিনা?
ভুল পথ ত্যাগ করে খু্ঁজে নাও তুমি সঠিক পথ
কর এক আল্লাহর নামেতে ইবাদত
হে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ করে দাও মাপ।।

0.00 avg. rating (0% score) - 0 votes