বৃত্তের ভিতর বসবাস
-জিহাদ আমিন
একটি বৃত্তের ভিতরেই আমার বসবাস
অতি যত্ন সহকারে করিতে হয় এই হৃদয়ের চাষাবাদ,
কখনো কখনো বাহারি রং বেরঙের ফুল ফোটে
মৌমাছি ক্লান্ত মধু আহরণে কি জানি তাহার ভাগ্যে জোটে,
ব্যস্ত আমি চারিদিকে ছড়িয়ে দিতে সেই ফুলেরি সুবাস
হঠাৎ করে পেতে হয় যেন আমায় আসন্ন বিপদের পূর্বাভাস
দিন শেষে একটি বৃত্তের ভিতরেই হয় আমার বসবাস।
আমি নির্বাক দাঁড়িয়ে ছিলাম কত শত বার
পথ চেয়ে প্রেয়সীর আগমনের অপেক্ষায়
কখন জানি বিদায় জানাবে সে আমায় কোমল হাতের ইশারায়,
হৃদয় ঘরে স্বপ্নের বীজ বুনেছিলাম ভীষণ ভাবে
সারাটি জীবন ধরে থাকবো বলে তাহার পাহারায়,
পাইনি তাকে হৃদয় থেকে চেয়েও আমি হাত বাড়িয়ে
আমার সকল ব্যর্থতা নিজ হতেই দিয়েছে আমায় তাড়িয়ে
পারিনি আমি বৃত্তের সীমানা যেতে দু’পায়ে মাড়িয়ে।
আমি হয়েছিলাম পরবাসী আমার স্বপ্নের খোঁজে
মরুর বেদুইন যাযাবর জীবন সেও কি আমায় বোঝে?
আমায় দূরে ঠেলে দিয়ে পথ চলে এঁকে বেঁকে
নিদারুণ কত অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াই নিজ বুকে
তবুও মুখে এক ফালি হাসি ফোটে প্রিয়জনের সুখে।
হারানো দিনের শৈশব এখনো আমায় পিছু ডাকে
সেই গ্রাম বাংলার চির-চেনা পথ খেলার মাঠ
সহপাঠীদের সঙ্গে দলবেঁধে যাওয়া গ্রহণ করিতে বিদ্যাপাট,
একাকী নিরবে আপন কল্পনায় যাই সব কিছু এঁকে
জীবন আমার বন্দি যেন এক অজানা বৃত্তের মাঝে রেখেছে বেঁধে।
আমি হাত বাড়াই ছুঁয়ে দেখতে খোলা আকাশ
ছুটে চলে মন পেরিয়ে গহীনের বনাঞ্চল বন
অচেনা অদেখা রাজ্যে হারিয়ে যেতে চাচ্ছি ভীষন,
আমায়ও যদি সঙ্গে নিয়ে যেত দক্ষিণা বাতাস
দিনের শেষে একটি বৃত্তের ভিতরেই হয় আমার বসবাস।।