আমার সর্বনাশ
-জিহাদ আমিন
দু’চোখ যতদূরে যায় মনে হয় যেন সবই অন্ধকার
কেউ ভোগে অসহনীয় জীবন যন্ত্রণায়
কেউ’বা ক্ষুধার জ্বালায় জীবনে অতিষ্ঠ হাহাকার,
কোথাও এমন একটু যায়গা নেই দূরে কোথায়ও হারাবার
একটু আলোর হাতছানি নিয়ে হাত বাড়াবার।
কে আসবে এগিয়ে দিতে একটু সান্তনা
যুগ যুগ ধরে ভুগিতেছি নিদারুণ করুণ যন্ত্রণায়,
থেকেও সবকিছু ঘুরে ঘুরে ভাগ্যের পিছু পিছু
এই জীবনে বেঁচে থাকাটাই হয়েছে বড় দায়
জীবন বাঁচার সন্নিকটে পা বাড়াতেই পদে পদে যেন অসহায়।
ওরা দেখায় বিলাসবহুল অনেক অনেক স্বপ্ন
আমি আমাতে ভুলিয়া দেখিনি একটি বার চোখ মেলিয়া
কি এমন মিথ্যা সুখের লোভে পড়ে হইয়াছি মগ্ন,
আসবে আসবে বলেও আসেনি অবশেষে
আশায় আশায় থেকে নিরাশায় কেটেছে কত সকাল দুপুর লগ্ন।
চারিদিকে শুনেতেছি শুধুই মিথ্যার আশ্বাস
ওরা বলে যাহা কিছু সবইতো তোমাদের জন্য
এই জীবন বিলিয়ে দিয়ে নিজেকে ভাবি মোরা ধন্য,
কে জানিতো ওরা হবে এতোটা নিচ জঘন্য
কেড়ে নিবে আমার মুখের আহার অন্ন
ওদের চোখেই দেখতে পাই আমি আমার সকল সর্বনাশ।।