পথচলা

পথচলা
হাকিকুর রহমান

পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে ফিরি একা
এদিক ফিরি ওদিক ফিরি
পাইনা তো তার দেখা।

সকাল গেলো বিকাল গেলো
রাতের দেখা এলো
কোন কিনারায় খুঁজতে যাবো
মনের ব্যথাগুলো।

এমন করে দিন চলে যায়
কোনসে সীমানায়
তবুও চলে মনটি সেযে
প্রাণের ইসারায়।

0.00 avg. rating (0% score) - 0 votes