পথিক

পথিক
হাকিকুর রহমান

নিশানা হারানো পথিক
ঘুরে শুধু পথ মাঝে
না পাওয়ার হতাশা
হৃদয়ের কোনে তাই বাজে।

একটু আলোর ইশারা
যদি কোথাও দেখা যায়
সারাটা লগন সে পথের পানে
ছুটে ছুটে চলে তাই।

এচলার শেষ হবে
কখন কোথায় কেজানে
একেবারেই হয়তো যেয়ে
থামবে তখন সেখানে।

0.00 avg. rating (0% score) - 0 votes