খুঁজে ফেরা
হাকিকুর রহমান
কে মোরে শোনালো
সেই আশার বানী
খুঁজে ফিরি তারে
এই পরিসরে
যদিও মনে পড়েনা
তার মুখখানি।
তবুও আশায় পথচলা
যেনো একেবারেই গতিহীন
যার নেই কোন শেষ
শুধু তাই ভাবি অনিমেষ
হবে কি আবার দেখা
তার সাথে কোনদিন।
খুঁজে ফেরা
হাকিকুর রহমান
কে মোরে শোনালো
সেই আশার বানী
খুঁজে ফিরি তারে
এই পরিসরে
যদিও মনে পড়েনা
তার মুখখানি।
তবুও আশায় পথচলা
যেনো একেবারেই গতিহীন
যার নেই কোন শেষ
শুধু তাই ভাবি অনিমেষ
হবে কি আবার দেখা
তার সাথে কোনদিন।