করি মোনাজাত

করি মোনাজাত
-জিহাদ আমিন

রহমতের দুয়ার খুলিয়া দিয়াছো তুমি হে প্রভু
তুলিয়াছি দুই হাত করি মোনাজাত
ফিরিয়ে দিওনা খালি হাতে আমায় কভু।

তুমি খালিক,তুমি মালিক,তুমি রহিমও রহমান
কসম প্রভু তোমার নামে,তোমার হাতেই আমার এ প্রাণ
হইও গো তুমি এই অধমের প্রতি একটু মেহেরবান।

ভুলিয়া পড়ি বারে বারে আমি পথ
পথ ভুলে হইয়া বিপথগামী সামনেই হয় যত বিপদ
রহম করিও আমার উপর হে প্রভু তোমার নামে করিলাম শপথ।

তোমার দয়ায় পরিপূর্ণ সকল মাখলুকাত জ্বীন ইনসান
অনন্ত অসীম তুমি দয়াময় যাহার কভু হয়না’তো ক্ষয়
করি শুকরিয়া জ্ঞাপন;অন্তরে রাখি তোমার ভয়।

তুলিয়াছি দুই হাত করি মোনাজাত
এই আরজি কবুল করিও আমার দুনিয়া পরকালে হে প্রভু
ফিরিয়ে দিওনা খালি হাতে আমায় কভু।।

0.00 avg. rating (0% score) - 0 votes