জীবন যুদ্ধ
– জিহাদ আমিন
একাকী নি:সঙ্গ নিরবতা গ্রাস করে আমাকে
সেই সাধ বুঝি আর হবেনা পূরণ
যে বীজ মনে করেছি বপন,
আর কতকাল অপেক্ষার প্রহর গুনে
দেখে যাবো সেই স্বপন।
আমি’তো হতে চাই বীর সৈনিক
দুর্গম পথ পাড়ি দিয়ে
বীরের বেশে জয় করিবো চারদিক,
আমার কন্ঠে ছড়াবে হুংকার
যেন সেই গর্জনে অত্যাচারের ঘাঁটি
হয়ে যায় সব চুরমার,
আমি আবার ফিরে হতে চাই লোহ মানব
যেন আমার তরবারির আঘাতে আঘাতে
অত্যাচারিদের দেহ ক্ষতবিক্ষত হয়ে
হয়ে যায় সব ছারখার।
আমি হার মানবো কেন
আমি যে এসেছি পৃথিবীতে যুদ্ধ করে বাঁচতে,
হয় জিতবো নয়’তো লড়াই করেই মরবো
এ দেহে থাকিতে প্রাণ
কখনো হার নাহি মানবো।
এই যুদ্ধ শুধুই আমার
এই পৃথিবীতে এসেছি একা যেতে হবে একা
প্রয়োজন নেই কেউ আমার সঙ্গী হবার,
আমি একাই লড়বো
আর কত চুপ থেকে
তিল তিল করে নিজেকে শেষ করবো,
দেয়ালে ঠেকে গেছে পিঠ
সময় এসেছে জ্বালাতে হবে জীবনের প্রদীপ।।