নতুন চেতনা

নতুন চেতনা
হাকিকুর রহমান

আকাঙ্খা আর প্রাপ্তির মাঝে যখন থাকে
বিশাল ব্যবধান
তখন তো হৃদয়ে দাগ কাটবেই
হিসাব না মেলানোর বেদনায়
হৃদয়ে ক্রন্দন থাকবেই।

নতুন দিনের আলোর দিশায়
নতুন যাত্রা শুরু
সেই চেতনায় হৃদয়ের মাঝে
বেজে উঠুক ডামাডুরু।

0.00 avg. rating (0% score) - 0 votes