জাগো হে তরুণ
-জিহাদ আমিন
জাগো জাগো হে তরুণ
সময় এসেছে পরিবর্তনের
এই দেশ গড়ার দায়িত্ব এখন তো তোমাদের।
রাখো হাতে হাত চল একসাথে
সকল বাধা পেরিয়ে
বিজয় নিশান উড়িয়ে দাও বাংলার আকাশে।
যত অন্যায় অত্যাচার করে দাও সব ছারখার
নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে
মরিয়া হয়ে ওঠো আরেকবার।
পেতে দাও বুক
যতোই আসুক বুলেট কামান
বিজয় হবে নিশ্চিত রাখতে হবে এই দেশের সম্মান।
জুলুম অত্যাচারের মাত্রা
দিনে দিনে যেন বেড়েই চলেছে
নিরাপত্তা নেই আজ মানুষের তাহাদের নিজ ঘরে।
দায়িত্ব এখন তোমাদের,কাঁধে তুলে নাও
এই দেশের মাটিতে চলছে যত অন্যায় অত্যাচার
সব কিছুর বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়াও।
তোমরাই তো সেই বীর সৈনিক
যারা রক্ত দিয়ে এই দেশ করেছো স্বাধীন
আজ ফিরে আবার সময় এসেছে সেই স্বাধীনতা রক্ষার দিন।।