জীবন সদ্ধিক্ষণ

জীবন সদ্ধিক্ষণ
হাকিকুর রহমান

জীবন সদ্ধিক্ষণে এসে
পাওয়া-নাপাওয়ার হিসেব কষে
বিচলিত হয় মন
কি চেয়েছি আর কি পেয়েছি
সেই বেদনায়
হতাশা সারাক্ষণ।

ভাগ্যের চাকায় বিধ্বস্ত আশাগুলো
প্রাণ তাই কেঁদে ফিরে
চাওয়া-নাচাওয়ার অপ্রাপ্তিগুলো ছেয়ে আছে
জীবনের আঙিনা ঘিরে।

0.00 avg. rating (0% score) - 0 votes