নিজের খবর
-জিহাদ আমিন
ভালো তো তোমাকে থাকতেই হবে
কে তোমার খবর নিয়েছে কবে?
এই জগতই এমন যতই দিবে ততই খুশি
আর যদি নাহি দিতে পারো হতে হবে দোষী
দুঃখী তুমি এই জগতের তরে একা নিজে
তোমার সুখ কেড়ে নিয়ে সুখী ওরা সবে।
কেউই নিতে আসবেনা আগ বাড়িয়ে তোমার খবর
এইটুকু সান্তনা নিয়ে মনে,করতে হবে সবর,
ওরা ঘুরে বেড়ায় হেসে খেলে তুমি নয়’তো ওদেরি দলে
ওদের সুখে সুখী হইয়া নিজের প্রতি নিজেই বেখবর,
এভাবেই চলে যাবে সময় দিন মাস বছর
ডাক কিন্তু এক দিন ঠিকই দিবে সময় হলে কবর।
পাড়ি দিয়েছিলে কূল কিনারা বিহীন অথই সাগর সমুদ্র
একটু সুখের আশায় সম্পর্কের মায়া মমতায়
সকল দুঃখ কষ্ট মনে হয়েছিল ক্ষুদ্র,
ধরেছিলে প্রতিটি মূহুর্তে নিজের জীবন বাজি
মনে হয়েছিল সব কিছুরই সমাপ্তি ঘটিবে বুঝি আজি
তবুও কি পিছু হটেছিল জীবন হতে দারিদ্র?
যে যেই পথেই চলুক যে যেমন কথাই বলুক
ভালো তো তোমাকে থাকতেই হবে
নিজের জন্য হলেও নিজেকে বাঁচতে হবে,
কেটেছে একাকী কত সময় ক্ষুধার জ্বালায়
সোনার দেহখানা হয়েছে কয়লা নিজের অবহেলায়
কে তোমার খবর নিতে এসেছিল কবে?
হাসি কান্নার এই ক্ষণিকের জীবন
কত স্বপ্ন কতনা আশা মনের মত করে সাজাবে ভুবন
আপন কি’বা পরে বিশাল এই জগতের তরে
কেউ তো কারো পুরোপুরি ভাবে হতে পারেনা আপন,
তবুও বলি ভালো তো তোমাকে থাকতেই হবে
নিজের খবর নিজ থেকেই তোমাকে রাখতে হবে।।