জন্ম-মৃত্যু
হাকিকুর রহমান
জন্ম মৃত্যুর ব্যবধান,
তার নাম জীবন
জীবনের অবসান যেখানে
তার নাম মরন।
জীবন ক্ষণস্থায়ী,
মরন দীর্ঘস্থায়ী।
জীবনের উপরও কারও হাত নেই
মরনের উপর তো একেবারেই নেই।
তবুও সবাই জীবনের মানে খুঁজে ফেরে
মরনের পরে কিহবে সেকথা মনে করে।
জন্ম-মৃত্যু
হাকিকুর রহমান
জন্ম মৃত্যুর ব্যবধান,
তার নাম জীবন
জীবনের অবসান যেখানে
তার নাম মরন।
জীবন ক্ষণস্থায়ী,
মরন দীর্ঘস্থায়ী।
জীবনের উপরও কারও হাত নেই
মরনের উপর তো একেবারেই নেই।
তবুও সবাই জীবনের মানে খুঁজে ফেরে
মরনের পরে কিহবে সেকথা মনে করে।