জীবনের সন্ধান
-জিহাদ আমিন
আমি কি আজো সেকালেই পড়ে আছি
অাধো আলো ছায়ার মাঝে নিজেকে খুঁজি,
নাই কোন রাগ ডাক নাই কোন অভিমান
প্রতিনিয়ত মানুষ বলে নিজেকে দিতে হয় প্রমাণ।
জীবন তো নয় কোন কবিতা বা নয় কোন ছন্দ
কেউ বা কারো মাঝে খুঁজে নেয় আনন্দ,
চারোদিকে আলোয় আলোকিত
ক্ষমতার জোরে সবাই এখন সমাজে পরিচিত
বুঝাই বড় দায় কে ভালো কে’বা মন্দ।
পিছনে পড়ে আছে কত চির চেনা মুখ
অতীতের মাঝেই খুঁজে বেড়াই আমি আমার সুখ,
যদি ফিরে পেতাম কোনদিন সেই আগের জীবন
বাহুডোরে কাছে নিয়ে জলে ভাসাইতাম বুক।
জীবনের সন্ধানে কেউ ডেকে আনে মরণ টেনে
হার অবথা জিত দু’টোই তাকে নিতে হয় মেনে,
আকাশে যতই থাকুক কালো মেঘ
বৃষ্টির সাথে সব ঝরে গিয়ে
কোন এক সময় স্বস্তির দেখা মিলবে এটাও সে জানে।
কেন বলো তুমি মনে পোষো এত ভয়
ঘন অন্ধকার রাতকে পেরিয়েই মিলে আলোর পরিচয়,
আসুক যতই বিপদ আপদ ধরো ধৈর্য মনে রাখো হিম্মত
মহান সৃষ্টিকর্তার দয়ায় একদিন হবেই সত্যের জয়।
ইতিহাসের পাতায় বা কোন কাগজের খাতায়
লেখা হয় কতনা জীবনের কাহিনী,
কত জীবন পড়ে রয়েছে আঁধারে
তাহার খবর হয়’তো মোরা কেউ নাহি জানি,
বাঁচতে হবে তবুও জীবনের চেয়ে বেশি নেই কিছু দামি।।