আমার মাতৃভূমি

আমার মাতৃভূমি
-জিহাদ আমিন

ও আমার সোনার বাংলাদেশ
আজ তোকে ভীষণ পড়ছে মনে,

জীবিকার তাগিদে পড়ে রয়েছি দূরে
তবুও কি পেরেছি ভুলতে তোরে।

মরুভূমির বালুময় পথ ধরে
একা একা চলছি আমি,

তবুও যেনো মনে হয় আজ
রাস্তার দুই পাশে সবুজে ভরা ঘাস
আমার সেই প্রিয় জন্মভূমি।

তোর বুকের উপর হেসে খেলে
কাটিয়েছি আমার শৈশবের সোনালী দিনগুলি,

যেই দিকে তাকাই আমি
চোখের সামনে ভেসে ওঠে সেই স্মৃতিগুলি
ও আমার মাতৃভূমি।।

0.00 avg. rating (0% score) - 0 votes