বসন্ত আগমনে
সাইদুর রহমান
আম বাগানে শুনি ক্ষণে
কোকিলেরি কহুতান,
সে তো হলো বসন্তের দূত
গায় সুরেলা কত গান।
বনানীতে শাখে শাখে
কলি ফুটে সে কতো,
অলিরা সব দলবেঁধে তাই
ঘুরে গভীর বন যতো।
নদীর জলে মাঝিরা সব
ভাটিয়ালি গান গেয়ে,
দাঁড় টানিয়া চলে তারা
ছুটে কোথাও যে ধেয়ে।
বসন্তে যেই কুসুম ফুটে
জাগে পুলক সে মনে,
রঙিন ফুলে ভরে যায় গো
চারিপাশে সব বনে।
কৃষ্ণচূড়া —— রাধাচূড়া
জেগে উঠে যেনো তাই,
গাছে গাছে ফুলের বাহার
বড়ো মিষ্টি গন্ধ পাই।
স্বরবৃত্ত ছন্দে ৪+৪/৪+৩
দারুণ মনোমুগ্ধকর লেখনি।