পাপের শাস্তি
-জিহাদ আমিন
কি হবে সেদিন আমার আমি যে এক গুনাহগার
জেনে শুনে একই পাপ করি বার বার
ক্ষমা করিবেন কি আমার শেষ বিচারের দিন
হে মাবুদ মাওলা ওগো পরওয়ারদেগার।
আমি সকল সত্যকে সঠিক জেনেও
প্রকাশ করিয়া বেড়াই মিথ্যা বাক্য,
পরকালের কঠিন আযাবের কথা জেনেও
খুঁজি বরাবরেই মতোই শুধু নিজের স্বার্থ,
কে করিবেন আমায় সেই দিন রক্ষা
কে দিতে আসিবে আমার সকল অপকর্মের পক্ষে সাক্ষ্য।
আমি যে সামান্য অর্থের লোভে পড়ে
সুযোগ সু্বিধা বুঝে কথা বলি নিজের মত করে
পণ্যদ্রব্য বিক্রয় করিতে করি আল্লাহর নামের কসম
জেনে বুঝে নিজেই করি নিজের ঈমান জখম।
আমি কি জানিনা আমার সকল পাপের শাস্তি
কোন একদিন আমায় যে পেতেই হবে,
কেমন দুর্ভাগ্য হবে সেই দিন আমার জন্য
মহান প্রভু আমায় দেখেও যখন মুখ ফিরিয়ে নিবে।
আমি সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিতে
মিথ্যাকে তুলিতে প্রথম সারিতে লেগেছি উঠে পড়ে,
যেই মিথ্যা সুখকে আসল সুখ ভেবে
অসৎ উপায়ে আলো জ্বালিয়েছি নিজের ঘরে,
কেউ কি হইবেন সেদিন আমার ভ্রমনের সঙ্গী
যাবো যখন একেলা একা অন্ধকার কবরে।
আমি বাঁচতে চাই এই পৃথিবীতে অনন্তকাল
যৌবন জীবন পেরিয়ে হাজির হয়েছে বৃদ্ধ কাল
ভুলেই রয়েছি একেবারেই আমি বেমালুম
অপেক্ষা করিতেছে আমারি জন্য চিরসত্য পরকাল।
কে করিবেন আমায় সেই দিন রক্ষা
নিজ আমলনামা উঠিবে যখন বাম হাতে
কেউ কি আসিবেন মিলিতে আমার সাথে
হাত পেতেও কারো কাছে পাইবেনা যখন ভিক্ষা,
জেনেও বুঝে করি দিন রাত আছে যত পাপ অপকর্ম
দিনের আলোর মত পরিস্কার ইসলাম তবুও পালন করিনি সঠিক কর্ম।।