কাঙ্ক্ষিত ভালোবাসা

কাঙ্ক্ষিত ভালোবাসা
-জিহাদ আমিন

আমার শ্বাস প্রশ্বাসে আমি খুঁজেছিলাম তোমাকে
কখনো কখনো কিছু নিরব যন্ত্রণা লাগে এসে এই বুকে,

কিছু চাওয়া কিছু কিছু না পাওয়ার মাঝেও
আমি চেয়েছিলাম শুধুই তোমায়,

জানতে পারিনি আমি আজোও
তুমি কি এখনো আছো বসে
সেই চির চেনা পথ ধরে আমার অপেক্ষায়।

এই হৃদয়ে মাঝে কত যে স্বপ্ন দেখি আমি
মনে মনে কল্পনার জগতে তোমার ছবি আঁকি,

হৃদয়ের আয়নাতে ভেসে ওঠে বারে বার
ওগো প্রিয় তোমার সেই প্রিয় মুখখানা,

কত বার নিজেকে করেছি নিষেধ
তবুও আমার অবুঝ মনকে করতে পরিনা মানা।

সময়ের সাথে সাথে পালা পেরিয়ে
কত যুগ যুগ যায় যে গড়িয়ে
হাজারো প্রশ্নের উত্তর এখনো রয়েছে অজানা,

মনে লাগে ভয় না জানি তোমাকে হারাতে হয়
হয়তো সে কথা ভেবে ভেবেই আজো হয়নি জানা।

খোলা আকাশ পথের দু’ধারে এখনো দেখতে পাই
পুরোনো দিনের সেই চির চেনা সবুজ,

কি করে ভুলে থাকি বলো অতীত
এই মন যে আমার বড়ই অবুঝ,

বিশাল সমুদ্রের তীরে দুই হাত মেলে দাঁড়িয়ে
মন চায় স্রোতের মাঝে নিজেকে ফেলি হারিয়ে।

দিন থেকে মাস দেখতে দেখতে বছর যায় গড়িয়ে
তবুও হারাতে পারবোনা তোমায় পাওয়ার আশা,

বেঁচে থাকুক যুগ যুগ ধরে এই ধরণীর বুকে
হাজারো অবুঝ হৃদয়ের সকল কাঙ্ক্ষিত ভালোবাসা।।

0.00 avg. rating (0% score) - 0 votes