স্বাধীন চেতনা
-জিহাদ আমিন
মোরা চাই গড়ে তুলতে এমন একটি স্বাধীন রাষ্ট্র
বাঁচার জন্য থাকবে সবার সমান অধিকার,
জাতি ধর্ম বর্ণ ধনী গরিবের ভেদাভেদ ভুলে
সকল জড়তাকে পিছনে ফেলে যোগ দিতে আলোর দলে
বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবার।
থাকবেনা জীবনের নামে মিছে কোন কষ্ট
এই দেশের যুব সমাজ বিপথগামী হয়ে হবেনা পথভ্রষ্ট,
সকলি মিলে মিশে রাখবো লাল সবুজের পতাকার মান
হিংসা বিভেদ ভুলে সত্য সঠিক পথে চলে
টিকিয়ে রাখবো মোরা এই দেশের সম্মান।
অন্যের হক মেরে কেউ সেজেছে এই সমাজে ইজ্জতধারী
ভালো মানুষের মুখোশের আড়ালে
করে চলছে যত আছে সব অপকর্ম
ওরাও নাকি মানুষ ওদেরও আছে আবার জাত ধর্ম
ওরা পশুর চেয়েও নিকৃষ্ট ওদের মুখে মোরা থুথু মারি।
কে নিবে ওদের এমন সকল অপকর্মের দায় ভার
সবাই যেন ওরা একই জলের মাছ
মিলে মিশে হয়েছে একাকার করে যত আছে সব মন্দ কাজ,
দেশের কর্তা জননেতাদের হয় যদি এমন চরিত্র
কেমন করে দূর হবে বলো এই দেশ হতে কোনদিনও দারিদ্র।
আদালতের কাঠগড়ায় ঝুলে অবহেলিত ভাবে বিচার
শুধু সত্য মিথ্যার যাচাই করিতে লেগে যায় কয়েক যুগ পার,
দোষীরা ঘুরে বেড়ায় চোখের সামনে সচরাচর নির্ভয়ে
অন্যায় ভাবে জালিমদের জুলুমের শিকার হয়েও
একটি স্বাধীন রাষ্ট্রে লুকিয়ে থাকতে হয় নিজ প্রাণের ভয়ে।
কতকাল চলতে থাকবে এই দেশ আর এভাবে
পরিণত হয়েছে এই সব কিছু এখন ওদের স্বভাবে,
প্রতিহত করতে হবে সকলি মিলে একসাথে সব অত্যাচার অন্যায়
যেমন করে সকল ময়লা আবর্জনা বানের পানিতে ভেসে যায় বন্যায়
বাঁচার মত করে বাঁচতে জীবন বাজি ধরতে হবে স্বাধীন চেতনায়।।