সীমাহীন স্বপ্ন
-জিহাদ আমিন
কখনো কখনো পুরো স্বপ্নটাকে আপন করে পেতে চাই
আলতো করে ছুঁয়ে দেখতে হাতখানা মোর বাড়াই,
স্বপ্নগুলো আমার বরাবরের মতই সীমাহীন
হয়নি এমন স্বপ্ন পূরণ কখনো বাধা বিহীন।
মনে রাখতে শৈশব থেকে আজ অবধি সবকিছু
সারাক্ষণ নিজকে ব্যস্ত রাখি স্বপ্নগুলোর পিছু পিছু,
ওরা আমায় আপন ভেবে কাছে ডাকবে সব সময়
প্রয়োজনে এই জীবনও চাইতে পারে তাহার বিনিময়।
আমার সকল ভালোবাসা আছে আমার যত মনের আশা
থেকে যাক না হয় আজ সব অপরিপূর্ণ,
ওদের কাছে পাশে থেকে আমার যে হয় বাঁচা
হোক ভালোবাসার মানুষ গুলোর সকল বাসনা তবুও পরিপূর্ণ।
আমি দেখি আমার প্রেম আজো আমার চোখে ভাসে
আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটু হাসে,
ভুলে যায়নি এখনো অমর প্রেম আমায়
সারাটি জীবন পাশে থাকবে বলে অপেক্ষায় আছে সেই আশায়।
কি করে আমি এমন ভুল করি বলো
যে আমায় দেখায় বেঁচে থাকতে আশার আলো,
আমার নিঃসঙ্গ একাকী সময়ে হাতের উপর হাতটি রেখে
আজ না হয় দু’জনে মিলে দূরে কোথাও চলো।
প্রেয়সীর কাজল কালো টানা টানা ওই দু’টি চোখ
একটু চোখের আড়াল হতেই ব্যথার কাতর বুক,
এই জগতের তরে কি আছে এমন ঔষধ
যাহা সারাতে পারে হৃদয়ও মাঝে ভালোবাসা নামক রোগ।
এই পৃথিবী সেজেছে অপরূপ সাজে করিয়া কত সুন্দর
কখনো আপন করে পেতে হাতখানা বাড়ায় এই অন্তর,
হোক জয় ভালোবাসা ও সকল ভালোবাসার মানুষদের
পৃথিবীটা এত সুন্দর সকলি মোরা আপন বলে একে অপরের।।