রঙ্গিন এই দুনিয়া

রঙ্গিন এই দুনিয়া
-জিহাদ আমিন

তিমির রাত্রির আঁধার পেরিয়ে
সূর্যের আলো উঠবে জানি,
কোরআনের আলোয় আলোকিত হয়ে
দূর হবে এই পৃথিবীর সকল গ্লানি,
মুখে বলো আল্লাহু আকবার মনে রাখো তুমি হিম্মত,
সকল বাধা পেরিয়ে খুঁজে পাবে তুমি সঠিক পথ।

মৃত্যুর ডাকে একদিন আমায় দিতে হবে সাড়া
হইতে হবে সেদিন সবকিছু হারা,
কবের মাঝে ফেরেশতাদের প্রশ্নের জবাব
কেমন করে দিব গো আমি,
হে আল্লাহ তুমি রহিম তুমি রহমান
এই গুনাহগার বান্দারে ক্ষমা করে দিওগো তুমি।

মানিনি সঠিক ভাবে তোমার কালাম
নবীর কথা অমান্য করে ঠিম মত দেইনি’তো সালাম,
পেশী শক্তির জোরে করছি কতইনা বড়াই
অবশেষে সাড়ে তিন হাত জায়গা পেলাম,
পরকালের কথা না ভাবিয়া
রয়েছিলাম দুনিয়ার সুখে মজিয়া
পরিশেষে সবই হারালাম।

কেউ কি পেরেছে নিতে
এই দুনিয়াকে আপন করে,
আমারি বয়সে কতজন চলে গিয়াছে
বিদায় নিয়ে চিরদিনের জন্য এ পৃথিবী ছেড়ে,
কি এমন নেশায় পড়িয়া
ক্ষণিকের এই রঙ্গিন দুনিয়ার মায়ার লোভে
পড়ে রয়েছি পরকালের আসল সুখকে ভুলে।

এই দুনিয়া কারো জন্যেই চিরস্থায়ী নয়
আজ মনেতে জাগে ভীষণ ভয়,
কাল হাশরের ময়দানে ওগো মাবুদ
কি করে দিব আমি নিজের পরিচয়।।

0.00 avg. rating (0% score) - 0 votes