জীবন পাঠাগার
-জিহাদ আমিন
আমার মত এই জগতে এমন সুখী কেউ নয়
কি হবে জীবনকে করিয়া ভয়
প্রতিটি জীবনেরই আছে জয় পরাজয়
আজ হেরে গেলে কি হবে আমারও একদিন হবে জয়।
ওরাও চলে গিয়েছিল আমায় ছেড়ে
কতজন এসেছিল ফিরে আমায় মারতে তেড়ে
এভাবেই এই জীবন আমার উঠেছে বেড়ে,
জীবনের মানে বলতে হয় যদি যুদ্ধ
কি হবে অন্যের প্রতি হয়ে আর এতোটা রাগ ক্ষুব্ধ।
কখনো খোলা আসমান মাথায় উপর হয় ছাদ
ভাবি কি হবে আর এমন জীবন রেখে
এবার না হয় করে দিই চিরতরের জন্য বরবাদ,
কত বার পেতেছি মৃত্যুর ফাঁদ
তখনি মনে পড়ে আমিতো সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত,
কি মুখ নিয়ে দাঁড়াবো পরকালে সৃষ্টিকর্তার সামনে
কিভাবে দিব নিজের এমন কঠিন ভুলের জবাব।
আসেনি কখনো ওরা কেউ দিতে আমায় সান্তনা
যে করে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে যুদ্ধ
বুঝে সে এই জগতে বেঁচে থাকা তার জন্য কতটা যন্ত্রণা।
হার মানতে আমি কখনো বাধ্য নই
কেউ পায় শিক্ষা হাতে নিয়ে খাতা কলম বই,
যেই জীবনের জন্য পুরো পৃথিবীটাই হয় কারাগার
কি হবে বই পুস্তক দিয়ে সেই জীবনই’তো মস্ত বড় এক পাঠাগার।
আমি আজ তোমাদের মাঝে খুঁজিয়া বেড়াই
আমার এই জীবনের সকল সুখ তাই,
ভুলে রই ক্ষণিকের এই জীবনে না পাওয়ার সব দুঃখ ব্যথা
যখন তোমাদের মুখে একটু হাসি দেখতে পাই।।