আসল জীবন

আসল জীবন
-জিহাদ আমিন

অপেক্ষার প্রহর গুণে রাতের পরে দিন পেরিয়ে
সকাল নয়তো সন্ধায় এমন করে সময়গুলো যাচ্ছে হারিয়ে,
ইচ্ছে গুলো মোর সব হয়েছে বিলীন
আসবেনা আর ফিরে হারিয়ে যাওয়া সময় কোনদিন।

ভুলে গিয়ে নিজের জীবনের মায়া
দাঁড়িয়ে থাকতে বাধ্য অন্যকে দিতে ছায়া,
প্রয়োজন ফুরিয়ে সময়ের চাকা ঘুরে যেতে হবে যখন বহুদূরে
আসবেনা সেই দিন কেউ দেখাতে দয়া,
কি হতে পারে এই জগতের কাছে এমন আর চাওয়া পাওয়া
শরীরে লেগেছে মনে হয় পরপারে যাওয়ার হাওয়া।

দুয়ারে এসে হাজির হয়েছে পালকি
এবার বুঝি বিদায় জানিয়ে যাবার সময় হয়েছে মোর
পর করিয়া আপনজনা আরো ভিটে মাটি ঘর
এক দিন কেউই থাকবেনা যাদের আপন ভাবো সবাই হবে পর।

চার পায়ার এই পালকিতে উঠিবে আরো কতজনা
কে দিবে সেই হিসাব করোই নেই তা জানা,
উঠতে হবে এক এক করে সবাইরে কোন এক দিন
মন চাইলেও কেউ কাউকে করতে পারিবে না মানা।

সাদা রঙ্গের কাপড়ে সাজাইতে ব্যস্ত সকলে করিয়া পরিপাটি
মাটির এই দেহখানা ফিরে আবার হইবে মাটি
ভয় কি তাহার অন্তরে যার ঈমান আমল রয়েছে খাঁটি,
ভুলে গিয়ে নিজের আসল জীবনে প্রতি মায়া
ব্যস্ত যখন সকলি মোরা অন্যের জন্য হইতে ছায়া
কি হবে সেই দিন এক সৃষ্টিকর্তা বিনে পাবেনা অন্য কারো দয়া।।

0.00 avg. rating (0% score) - 0 votes