আজ না হয় থাক
-জিহাদ আমিন
কত যে কথা জমানো ছিল হৃদয়ে
ওগো বলবো বলে তোমাকে,
সকাল দুপুর সন্ধা পেরিয়ে অপেক্ষার পর
এলো বুঝি সেই ক্ষণ,সময় বেশি নেই হাতে
“আজ না হয় থাক”।
মনে পড়ে কি তোমার সেই দিন গুলি
মনে মনে আছে তবুও যাই যেন ভুলি,
শুনবে কি তুমি?অন্য একটা একদিন বলিও
“আজ না হয় থাক”।
রাতের আকাশ দেখতে বড়ই সুন্দর
হাজারো তাঁরার মাঝে একটি চাঁদ
দেখে যেন ভরে যায় আমার এই অন্তর
ঠিক যেন তোমার মত,
শুনবে কি তুমি চাঁদের বুড়ির গল্প
রাত যেন শেষ হয়ে এলো চলো শুয়ে পড়ি
“আজ না হয় থাক”।
এক পা দু’পা করে হাঁটতে হাঁটতে
মন জুড়িয়ে যায় চারোদিকে দেখে সবুজ
কি করে বুঝাই নিজেকে মন যে বড়ই অবুঝ,
বলবো কি তোমায় সেই স্কুল জীবনের কথা
সামনে দিকে দেখ রাস্তা মনে হয় শেষ হয়ে এলো
“আজ না হয় থাক”।
সময় বুঝি দেখতে দেখতে পেরিয়ে এলো
পাওয়া না পাওয়ার মাঝে
কখনো কখনো এই জীবন হয়ে যায় এলোমেলো,
কি যেন বলছিলে তুমি?
চাঁদের বুড়ির গল্প,স্কুল জীবনের কথা
শুনাবে তুমি হৃদয়ের জমানো আরো কত কি,
আজ জীবনের শেষ প্রান্তে নিয়ে এসেছে আমায় নিয়তি
আমার কথা শুনতে গিয়ে
যদি হয়ে যায় তোমার ক্ষাণিকটা সময়ের ক্ষতি
“আজ না হয় থাক”।।