ব্যর্থতার প্রতিদান

ব্যর্থতার প্রতিদান
-জিহাদ আমিন

জীবনে কিছুটা আলো দেখতে পেলেই আঁধার ঘনিয়ে আসে
ফিরে নতুন করে অতীতের স্মৃতি গুলো চোখের সামনে ভাসে,
জীবন তো নয় এমন কোন বন্দি কারাবাস
চার দেয়ালের মাঝেই করতে হবে আমায় বসবাস,
আশেপাশে তাকিয়ে দেখলে মনে হয় যেন
প্রকৃতিও এখন আমার দিকে তাকিয়ে উপহাসের ছলে হাসে,

আমি ছুঁয়ে দেখতে চাই ওই দূর গগনের চাঁদ
হাত খানা বাড়িয়েও ফিরিয়ে নিতে হয় আবার নিজ হাত,
যদি একটি বারও না ছুঁয়ে দেখতে পারি
ফিরে নতুন করে যোগ হবে আছে যত অপবাদ,
আমি তো নই এমন কোন খাঁটি সোনা
যাহার জীবনে থাকবে না কোন প্রকার খাদ।

অভিযোগ অপমান আরো কত কি
এক জীবনে আমায় যে সইতে হবে
কলঙ্ক বিহীন জীবন এই জগতে কে পেয়েছে কবে,
জীবনের আড়ালে পড়ে কত জীবন হয়েছে বরবাদ
যেই জীবন হয় ব্যার্থ সেও কি পেয়েছিল সুখের সাধ।

প্রতিনিয়ত খুঁজে বেড়াই একটু আলোর সন্ধান
আঁধার পেরিয়ে আলোতে পা বাড়াতেই যেন ঘিরে ধরে পিছুটান,
ওদের আর আমাদের মাঝে শুধু এইটুকুই ব্যবধান
কেউ বিলাসিতায় জীবন করে উপভোগ
কারো দু’বেলা দু’মুঠো অন্নের মাঝে খোঁজে তার সব সুখ,

কবে মিটবে ওদের আর আমাদের মাঝের এই দূরত্বের ব্যবধান
পারবেনা দিতে কেউ এমন প্রশ্নের সহজ সমাধান
হোক না সে সুখী অথবা দুঃখী প্রতিটি জীবনই মূল্যবান,
প্রতিদিন তবুও খোঁজ করতে হবে আলোর সন্ধান
ধৈর্য্যই হতে পারে সকল ব্যর্থতার একমাত্র প্রতিদান
এই জগতের তরে দুঃখ কষ্ট সয়ে যে জীবন বহে সেই তো সৌভাগ্যবান।।

0.00 avg. rating (0% score) - 0 votes